রুশ বাহিনীর কাছে খুব শিগগিরই পতন ঘটতে যাচ্ছে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের- এমন ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক জ্যাক ওয়াটলিং।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটির এই গবেষক আরও জানান, কিয়েভের উত্তরের ইরপিন শহর আরও একবার ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সঙ্গে এখানে উভয়পক্ষের মধ্যেই মনোবল, সরঞ্জাম এবং পুনরায় রসদ সরবরাহের অসামাঞ্জস্যতা দেখা গেছে।
তিনি বলেন, স্বাভাবিকভাবেই একটি অঞ্চল দখলে নিতে হলে বিরোধী সৈন্যের সংখ্যা তিনগুণ বেশি প্রয়োজন হয়। আর যদি সেটা শহুরে পরিবেশ সেক্ষেত্রে সৈন্য সংখ্যা আরও বেশি লাগে।
জ্যাক ওয়াটলিংক বলেন, দেখা যাচ্ছে যেখানে রাশিয়ানদের অস্ত্রশস্ত্রের যথেষ্ট মজুদ নেই, সেখানে তারা সত্যিই দুর্বল হয়ে পড়ছে।
তবে খুব শিগগিরই রুশ বাহিনীর কাছে মারিউপোল নগরীর পতন হবে বলেও জানান তিনি।
এরপরই রাশিয়ান বাহিনী ডোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনা ইউনিটগুলোকে ‘চারপাশে ঘিরে ধরতে শুরু করবে’ বলেও জানান জ্যাক ওয়াটলিং।
তিনি বলেন, সেখানে (ডোনবাসে) ইউক্রেনের অন্যতম সেরা কিছু ইউনিট রয়েছে, যারা দীর্ঘ দিন ধরে ওই অঞ্চলে লড়াই করছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে মঙ্গলবার ৩৪তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম