রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ভাড়াটে সৈন্য পাঠানোর অভিযোগ উঠেছে আরও আগেই। তবে এবার ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’ প্রকাশ্যে আনল একটি অন্য রকম সংবাদ।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃত্যু হলে জীবনের মূল্য হিসেবে ৩৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬৭ হাজার টাকা) পরিশোধের প্রতিশ্রুতিতে একজন সিরিয়ান সৈন্যকে ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়া।
একজন সিরিয়ান সেনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সিরিয়ার ওই সেনা বিবিসিকে জানান, “তিনি স্বেচ্ছায় রাশিয়ার প্রস্তাবে রাজি হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছেন। তার বিশ্বাস রাশিয়া ইউক্রেনে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে।”
তবে তিনি এটাও দাবি করেন যে, রাশিয়ার এই প্রস্তাবের কারণে অনেক গরীব সিরিয়ান পরিবারের মুখে খাবার জুটবে।
সিরিয়ার ওই সেনা আরও জানান, তার পরিবার চায়নি তিনি ইউক্রেন যুদ্ধে যোগ দিক। কিন্তু তিনি অর্থের প্রস্তাবে স্বেচ্ছায় এই কাজে যোগ দিয়েছেন। তারা (রাশিয়া) প্রতিশ্রুতি দিয়েছে এই যুদ্ধে তার মৃত্যু হলে তার পরিবারকে ৩৭ হাজার পাউন্ড দেওয়া হবে।
তিনি বলেন, তার জানা মতে এ রকম কমপক্ষে ২০০ জন সিরিয়ান সেনা স্বেচ্ছায় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধে যাওয়ার জন্য সিরিয়ান সেনাদের প্রতি মাসে পাঁচ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৬৩ হাজার টাকা) দেওয়ার প্রস্তাব দিচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সরকার ও সিরিয়ার একটি শীর্ষস্থানীয় এনজিও জানিয়েছে, এ ধরনের নিয়োগের জন্য সিরিয়ায় কমপক্ষে ১৪টি সেন্টার খোলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম