প্রাকৃতিক গ্যাস ঘাটতির আগাম সতর্কতা জারি করেছে জার্মানি। সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া রুবলে গ্যাসের মূল্য পরিশোধ না করলে গ্যাস বন্ধের হুমকি দিয়েছে। হুমকি সামনে রেখে জার্মানি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
ইউক্রেনে আক্রমণের প্রতিবাদে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক, ব্যবসায়িকসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। জবাবে রাশিয়া ইউরোপীয় দেশগুলোকে রুবেলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে। অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছে তারা।
বুধবার এক সংবাদ সম্মেলনে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গ্যাস ঘাটতির সতর্ক করে বলেন, এখন পর্যন্ত গ্যাস সরবরাহের ঘাটতি নেই। তা সত্ত্বেও রাশিয়ার উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে আমাদের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গ্যাস সংকটে একটি কমিটি করা হচ্ছে বলেও জানান তিনি।
বন্ধু নয় এমন দেশে বিক্রি করা গ্যাসের মূল্য রুশ মুদ্রা রুবলে পরিশোধ করা হোক, এমনটা চায় রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ মার্চ এ কথা বলেন। এ পদক্ষেপ ইউরোপের জ্বালানি সংকটকে আরও জটিলতর করবে, এমন আশঙ্কায় এ অঞ্চলে গ্যাসের দাম বেড়েছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল