মহাকাশ নজরদারিতে নিজেদের সক্ষমতা অর্জনের জন্য দক্ষিণ কোরিয়া একটি সলিড ফুয়েল রকেট ইঞ্জিন উৎক্ষেপণ করেছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল বুধবার দেশটি এই রকেট উৎক্ষেপণ করে। এর ৬ দিন আগে উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সিউলের ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তায়ান থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সুহ উক এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এই সফল পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার স্বাধীন মহাকাশভিত্তিক নিরীক্ষণ এবং নজরদারি ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বর্তমানে দেশটির নিজস্ব কোনো সামরিক নিরীক্ষণ উপগ্রহ নেই। ফলে তাদের উত্তর কোরিয়ার কৌশলগত সেবাগুলো পর্যবেক্ষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর উপগ্রহের উপর নির্ভর করতে হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর