কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।
আজ শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ট্রুডো বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।
মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙবেন তারা বলেও তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/শফিক