কিয়েভের নিকটবর্তী শহর বুচায় গণহত্যা চালানো হয়েছে এমন দাবি করেই রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।
তিনি বলেন, ‘রাশিয়ার লক্ষ্য অনেক ইউক্রেনীয়কে নিশ্চিহ্ন করে ফেলা, যেটা তারা করতেও পারে। আমরা তাদেরকে থামাবো এবং ছুড়ে ফেলবো। আমি জি সেভেনের কাছে আরও ভয়াবহ নিষেধাজ্ঞা প্রত্যাশা করছি।’ এক টুইট পোস্টে তিনি জি সেভেনভুক্ত ধনী দেশগুলোকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে টুইট পোস্টে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও বুচার ঘটনাকে ‘গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় ইইউ আরও নিষেধাজ্ঞা দেবে। সাথে আন্তর্জাতিক আদালতে এই অপরাধের তথ্য উপস্থাপন করার ক্ষেত্রেও সবধরনের সহায়তা দেবে।
সূত্র: বিবিসি, ইউক্রিনফর্ম
বিডি প্রতিদিন/নাজমুল