গ্যাসের পর এবার নিজস্ব মুদ্রা রুবলে খাদ্য ও শস্য বিক্রির ঘোষণা দিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তেমনটিই জানিয়েছে।
এ প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বন্ধু দেশগুলোর কাছে রুবল অথবা সেই দেশগুলোর নিজস্ব মুদ্রায় খাদ্য এবং শস্য বিক্রি করবেন তারা।
দিমিত্রি মেদভেদভের আগে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন— গ্যাস ছাড়াও আরও অনেক পণ্য তারা রুবলে বিক্রি করবেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো ব্যাপক অবরোধ আরোপ করে। নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় রাশিয়া পশ্চিমা দেশের কাছে রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে একটি ডিক্রি জারি করেছেন।
এখন দেখার বিষয় গ্যাসসহ খাদ্যশস্য বিক্রি করতে রাশিয়া কতটা সক্ষম হয়।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল