পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তান (পিটিআই) বিরোধী শিবির এই ঘটনাকে ‘বড় ধরনের দেশদ্রোহীতা’ হিসেবে অভিহিত করছেন।
পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ এক টুইট বার্তায় এই ঘটনাকে পাকিস্তানের সংবিধানের মারাত্মক এবং নির্লজ্জ লঙ্ঘন উল্লেখ করে বলেন, ‘এর পরিণতি আছে।’ সংবিধান বহাল রাখতে সুপ্রিম কোর্ট তার ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল