২৬ মে, ২০২২ ১১:৫১

ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে তুরস্ক

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে তুরস্ক

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাশাপাশি দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার একমত হয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ গতকাল বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা জানান। 

গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে গেছেন। সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাছাড়া ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়।

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সম্মত হয়েছি দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে থাকা বিভিন্ন ক্ষেত্রে নতুন সমন্বয় আনব এবং এখন থেকে বিভিন্ন প্রক্রিয়া প্রতিষ্ঠা করব। তিনি বলেন, গত বছর তুরস্ক-ইসরায়েল ৮ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর হামলা ও নিপীড়ন চালানোর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। এবার সেই সম্পর্ক আবারও জোড়া লাগল এই সফরের মাধ্যমে। সূত্র: ডেইলি সাবাহ

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর