৩ জুলাই, ২০২২ ১৭:৩৫

চীনের সঙ্গে যোগসাজশের অভিযোগ, সেই রুশ বিজ্ঞানীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে যোগসাজশের অভিযোগ, সেই রুশ বিজ্ঞানীর মৃত্যু

বিজ্ঞানী দিমিত্রি কলকের

দেশদ্রোহীতার অভিযোগে আটকের দুইদিন পর রাশিয়ার একজন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। এই বিজ্ঞানীর নাম দিমিত্রি কলকের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য পাচারের অভিযোগে গত সপ্তাহে বিজ্ঞানী কলকেরকে আটক করে রুশ বাহিনী।

আইনজীবী আলেকজান্ডার ফেদুলভ বলেন, বিজ্ঞানী দিমিত্রি কলকেরকে মস্কোর লেফোরতভো কারাগারে নেওয়া হয়। শনিবার তার মৃত্যু হয় উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল তার আটক আদেশের বিরুদ্ধে তারা অভিযোগ দাখিল করবেন।

বিজ্ঞানী কলকের পদার্থ এবং গণিতের ডক্তর ছিলেন। তিনি অগ্নায়শ ক্যাান্সারে আক্রান্ত ছিলেন। তার পরিবার জানিয়েছে, তার বিরুদ্ধে চীনের গোয়েন্দাদের সঙ্গে যোগাসাজশ রেখে তথ্য পাচারের অভিযোগ আনা হয়।

এদিকে শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, নভোসিবিরস্ক শহরে দেশদ্রোহীতার অভিযোগে আরেকজন বিজ্ঞানীকে আটক করা হয়েছে। তবে এর সঙ্গে কলকের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেটা জানা যায়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর