সুদানের সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে একমত হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহম্মেদ। মঙ্গলবার তিনি বলেন, সুদানের নেতার সঙ্গে শান্তিপূর্ণ সীমান্ত বিরোধ নিরসনে তিনি একমত হয়েছেন।
সম্প্রতি ইথিওপিয়ার বিরুদ্ধে সাত সেনাকে আটক করে মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ তোলে সুদান। এটা নিয়ে সীমান্তে সংঘর্ষও হয়।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহম্মেদ মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, আমরা সংলাপে বসতে এবং শান্তিপূর্ণভাবে সীমান্ত বিরোধ নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়েছি। তবে এ নিয়ে সুদানের পক্ষ থেকে এখনো বিবৃতি প্রদান করা হয়নি।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আল ফাসকা অঞ্চলের ঊর্বর ভূমি নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ বিরোধ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল