ইউক্রেনের স্নেক আইল্যান্ডে বিমান হামলার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে তাদের যুদ্ধবিমান কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডে ইউক্রেনীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে।
গত ৩০ জুন কৃষ্ণসাগরে অবস্থিত স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। রুশ বাহিনীর এ ঘোষণাকে বিজয় হিসেবে বিবেচনা করে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনীয় সেনারা এই দ্বীপে তাদের দেশের পতাকা উত্তোলন করে।
ইউক্রেন যুদ্ধে দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল