বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্নপূরণ করতে পারল না। ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় শেফিল্ড। ফলে ২০১৭ সালের পর সান্ডারল্যান্ডই ফিরল প্রিমিয়ার লিগে।
ম্যাচের ২৫তম মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। প্রথমার্ধে তারা সেই লিড ধরে রাখে। দ্বিতীয়ার্ধেও শেফিল্ড আধিপত্য বজায় রাখে, তবে একাধিক সুযোগ নষ্ট করে।
ম্যাচের ৭৬তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড এলিজার মায়েন্দা গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে থমাস ওয়াটসনের গোলে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাটসরা।
এই হারে শেফিল্ড ইউনাইটেডের মৌসুমের শেষটা হলো হতাশায়। চ্যাম্পিয়নশিপ মৌসুমের দীর্ঘ সময় তারা শীর্ষে থাকলেও শেষদিকে ধারাবাহিক ব্যর্থতায় সরাসরি প্রিমিয়ার লিগে ওঠা হয়নি। এরপর প্লে-অফ সেমিফাইনালে বড় জয় এনে কিছুটা আশা জাগালেও ফাইনালে তা ধূলিসাৎ হলো।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীও তাই আরেকটি মৌসুম চ্যাম্পিয়নশিপেই কাটাতে পারেন। কারণ চলতি মৌসুম শেষে তিনি লেস্টার সিটিতে ফিরতে পারেন, যাদের অবস্থাও প্রায় একই—তাদেরও জায়গা হয়নি প্রিমিয়ার লিগে।
অর্থাৎ ইংল্যান্ডে থেকে গেলে পরের মৌসুমেও চ্যাম্পিয়নশিপেই খেলতে হতে পারে হামজাকে।
সংক্ষিপ্ত তথ্য
- ম্যাচ: শেফিল্ড ইউনাইটেড ১–২ সান্ডারল্যান্ড
- ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম
- গোলদাতারা: টাইরেস ক্যাম্পবেল (শেফিল্ড), এলিজার মায়েন্দা ও থমাস ওয়াটসন (সান্ডারল্যান্ড)
- খেলোয়াড় ফোকাস: হামজা চৌধুরী – বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার
- প্রিমিয়ার লিগে ফিরল: সান্ডারল্যান্ড (শেষবার ২০১৭)
বিডি প্রতিদিন/আশিক