লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ পেলো জয়, তবে আবেগঘন এই ম্যাচটি ছিল বিদায়ের রঙে রাঙানো। শনিবার (২৪ মে) সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ম্যাচের চেয়ে বড় খবর– রিয়াল ছাড়লেন ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি, দীর্ঘ ১২ বছরের মধ্যমাঠ সামলানো লুকা মদ্রিচ, আর দীর্ঘদিনের সৈনিক লুকাস ভাসকেস।
বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন রিয়ালের নতুন যুগের প্রতিনিধি কিলিয়ান এমবাপ্পে। দুই অর্ধে একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি মৌসুমের ব্যক্তিগত অর্জনেও শীর্ষে উঠলেন তিনি। ৩৪ ম্যাচে ৩১ গোল করে তিনি একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি। দ্বিতীয় স্থানে থাকা বার্সার রবার্ট লেভানদোভস্কির গোল সংখ্যা ২৫ (৩৩ ম্যাচে)। একইসঙ্গে এমবাপ্পের ঝুলিতে এসেছে ইউরোপিয়ান গোল্ডেন বুটও।
রিয়ালের হয়ে ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে মোট ৮৪ পয়েন্ট অর্জন করে মৌসুম শেষ করেছে তারা। যদিও এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।
ম্যাচ শুরুর আগেই বের্নাব্যু ছিল এক আবেগঘন বিদায়ী অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। সমর্থকরা হাতে প্ল্যাকার্ড, চোখে অশ্রু আর কণ্ঠে ভালোবাসার সুরে বিদায় জানান কোচ আনচেলত্তি ও লুকা মদ্রিচকে। ক্লাব কর্তৃপক্ষও তাদের প্রতি সম্মান জানিয়ে আয়োজন করে এক হৃদয়স্পর্শী বিদায়ী অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/মুসা