নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোসে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ১৭ জনের লাশ উদ্ধার করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। তার আগের দিন চার জনের মরদেহ উদ্ধার করা হয়।
অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা করে। যদিও দেশটিতে রাতে নৌকা চলাচল নিষিদ্ধ।
লেগোস প্রদেশের নৌপথ কর্তৃপক্ষের এরিয়া ম্যানেজার সারাত ব্রাইমাহ বলেন, প্রচণ্ড স্রোত নৌকাটিকে একটি প্রমোদতরির দিকে যায় ফলে এটি উল্টে যায়। নৌকাটিতে শিশু ক্যাপ্টেনসহ ১৬ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়।
নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। অতিরিক্ত ভিড় এবং দুর্বল ব্যবস্থাপনা অধিকাংশ দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী। বর্ষা মৌসুমে এই দুর্ঘটনা বেশি ঘটে।
বিডিপ্রতিদিন/কবিরুল