তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, সম্পর্কে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিমান এফ-১৬ কেনা নিয়ে সমঝোতা ভালোভাবে এগোচ্ছে।
টেলিভিশনে এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এফ-১৬ যুদ্ধবিমান কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ভালোভাবে এগোচ্ছে। মার্কিন প্রশাসনের অগ্রসরের (অ্যাপ্রোচ) প্রক্রিয়াও ইতিবাচক।
যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেয়। এরপর আঙ্কারা ওয়াশিংটনের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে অগ্রসর হয়।
রাশিয়া ইউক্রেন আক্রমণের পর তুরস্ক যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মধ্যস্থতা করছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তুরস্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/কবিরুল