২০২০ সালের মার্চে করোনা মহামারির কারণে বন্ধ করা সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে নিউজিল্যান্ড সরকার। এখন দেশটি ভ্রমণকারী এবং শিক্ষার্থীদের থেকে ভিসা গ্রহণ করবে। তবে ভ্রমণ করতে হলে অবশ্যই করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ থাকতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পর্যায়ক্রমে নিউজিল্যান্ডের সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার ঘোষণা আসে। এরই অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়। আর বিদেশে অবস্থানকারীরা ফেরার সুযোগ পান মার্চ থেকে।
সোমবার অকল্যান্ডে এক সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায় একটি বড় মুহূর্ত। আমরা একটি সতর্ক প্রক্রিয়ায় ছিলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল