তাইওয়ানের জলসীমায় মিসাইল নিক্ষেপ করেছে চীন। ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফর করার পর স্বশাসিত দ্বীপ তাইওয়ান ঘিরে ৬ স্থানে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর অংশ হিসেবে তাইওয়ানের জলসীমায় মিসাইল ছোড়ে তারা।
চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্নেল শি-ই এক বিবৃতিতে জানিয়েছেন, চীনে অবস্থানরত রকেট ফোর্সের সেনাদের বিভিন্ন স্থান থেকে নিক্ষেপ করা বিভিন্ন ধরনের ব্যালাস্টিক মিসাইল তাইওয়ানের ইস্টার্ন উপকূলের নির্ধারিত জলসীমায় আঘাত হানে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে কয়েকটি ডংফেং মিসাইল নিক্ষেপ করেছে চীন।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মিসাইল ছোড়ার মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো তাইওয়ানের জলসীমায় মিসাইল ছুড়ল চীন। : সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল