মার্কিন ডলারের বিপরীতে বেড়েছে মালয়েশিয়ার মুদ্রার মান।
জানা গেছে, গত জুন পর্যন্ত চলতি বছরের প্রথম ছয় মাসে মালয়েশিয়ার শিল্প উৎপাদন সূচক (আইপিআই) বার্ষিক ভিত্তিতে ১২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত এ সুখবরে মার্কিন মুদ্রার বিপরীতে বেড়েছে রিঙ্গিতের দাম।
মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রতি ডলার বিক্রি হয়েছে ৪ দশমিক ৪৫৪৮/৪৫৮৯ রিঙ্গিতে। আগের দিন (সোমবার) যা ছিল ৪ দশমিক ৪৫৭০/৪৬০০ রিঙ্গিত।
এক ডিলার বলেন, সদ্য প্রকাশিত আইপিআই ডেটা মালয়েশিয়ার মুদ্রাবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে ডলারের বিপরীতে রিঙ্গিতের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে মালয় জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। ফলে এ ধারা অব্যাহত থাকতে পারে।
তবে মঙ্গলবার অন্যান্য বৃহৎ মুদ্রার বিপরীতে রিঙ্গিতের দরে মিশ্র প্রবণতা দেখা গেছে। অর্থাৎ একটির বিরুদ্ধে শক্তিশালী হলেও অপরটির বিপরীতে দুর্বল হয়েছে। জাপানের ইয়েনের বিপরীতে রিঙ্গিতের উন্নতি ঘটেছে।
তবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রা ইউরোর বিরুদ্ধে অবমূল্যায়ন ঘটেছে। সিঙ্গাপুরের ডলার ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও একই মূল্যমান দেখা গেছে। সূত্র: মালয় মেইল
বিডি প্রতিদিন/কালাম