১০ আগস্ট, ২০২২ ১৬:৪৪

সিঙ্গাপুর থেকে আজ থাইল্যান্ডে যেতে পারেন গোতাবায়া: রিপোর্ট

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর থেকে আজ থাইল্যান্ডে যেতে পারেন গোতাবায়া: রিপোর্ট

গোতাবায়া রাজাপাকসে

অর্থনৈতিক সংকটের জেরে গণ-আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যেতে পারেন। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাময়িক আশ্রয়ের জন্য গোতাবায়া বুধবার থাইল্যান্ডে যেতে পারেন।

তবে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ২৬ জুলাই শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে জানান, গোতাবায়া সঠিক চ্যানেলের মাধ্যমে সিঙ্গাপুরে গেছেন। তিনি লুকিয়ে নেই। তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই খবর প্রকাশের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, গোতাবায়ার ফেরার সঠিক সময় এখনো হয়নি।

গোতাবায়ার বিষয়ে থাই সরকারের মুখপাত্র রাতচাদা থানাদিরেক কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, বুধবার দিনের কোনো এক সময় গোতাবায়া সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেতে পারেন।

জনতার বিক্ষোভের মুখে গত ১৪ জুলাই গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রতিবেশী দেশ মালদ্বীপে যান। সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে পরদিন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর