যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্কে চার মুসলিম হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ সৈয়দ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫১ বছর বয়সী এই ব্যক্তি আফগানিস্তানের নাগরিক।
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার অভিযুক্তকে আলবুকার্কের একটি ট্র্যাফিক স্টপের কাছ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ধারণা করছে, আরও দুটি হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।
আল বুকার্ক পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আগেই একটি গাড়ি শনাক্ত করেছিল। রুপালি রঙয়ের সেই ভক্সওয়াগন গাড়িটি সম্পর্কে তথ্য দিতে শহরবাসীর প্রতি আহ্বানও জানায় পুলিশ।
তদন্তকারীরা বলছেন, সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই হত্যাগুলো ঘটেছে। সন্দেহভাজন আফগান অভিবাসী কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ জানিয়েছে, তিনি একজন সুন্নি মুসলিম। তার মেয়ে এক শিয়া মুসলিমকে বিয়ে করায় ক্ষুব্ধ তিনি। তবে পুলিশ বলছে, এটিই সত্যিকার কারণ কীনা তা স্পষ্ট নয়। অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।
ইসলামিক সেন্টার অফ নিউ মেক্সিকোর প্রেসিডেন্ট আহমেদ আসাদ বলেছেন, অভিযুক্তের গ্রেফতারের খবর মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই স্বস্তিদায়ক।
উল্লেখ্য, নিউ মেক্সিকোর আলবুকার্ক মুসলিম কমিউনিটিতে গত বছরের নভেম্বরে প্রথম হত্যাকাণ্ডের পর গত দুই সপ্তাহে ( ২৬ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে) আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। এ নিয়ে স্থানীয় মুসলিম কমিউনিটির মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল