যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে একটি হোটেলের বাইরে বন্দুক হামলা চালানো হযেছে। এতে তিন ডাচ সেনা গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ানাপোলিসের পুলিশ জানিয়েছে- কর্মকর্তারা তিন সেনাকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা বেশ জটিল। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। অন্যদিকে ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, দুই সৈন্যের অবস্থা গুরুতর এবং তৃতীয়জন স্থিতিশীল।
ইন্ডিয়ানাপোলিসের পুলিশ আরও বলেছে যে, তারা ধারণা করছেন, তিন ভুক্তভোগী এবং অন্য কোনো ব্যক্তি বা লোকজনের মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়।
ওই তিন সেনা কমান্ডো কর্পসের। তারা প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ানায় অবস্থান করছিলেন। হোটেলের সামনে তারা অবসর সময় কাটাচ্ছিলেন। ঠিক সে সময়ই তাদের ওপর গুলি চালানো হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ