পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তাদের অভিযোগ, পাকিস্তান তাদের দেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোন উড়তে দিচ্ছে।
তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব কাবুলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের ড্রোন পাকিস্তান হয়ে আফগানিস্তানে ঢুকছে।
মোল্লা ইয়াকুব বলেন, আমাদের কাছে তথ্য আছে পাকিস্তান হয়ে আফগানিস্তান ঢুকছে মার্কিন ড্রোন। আফগানিস্তানের বিরুদ্ধে ‘আকাশসীমা’ ব্যবহার না করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তালেবান সরকারের অভিযোগের জবাব দেয়নি। তবে অতীতে তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি কাবুলে ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়, যুক্তরাষ্ট্রের ড্রোন কোনপথে আফগানিস্তানে ঢুকল।
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমে পাকিস্তান হয়ে আফগানিস্তানে ড্রোন প্রবেশের সম্ভাব্যতার তথ্য তুলে ধরা হয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে।
সূত্র: রয়টার্স