নতুন প্রধানমন্ত্রী পেলো যুক্তরাজ্য। ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে নতুন সরকারপ্রধান হতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
সোমবার প্রকাশিত ফলাফল অনুসারে, কনজারভেটিভ পার্টির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রায় ২১ হাজার ভোটে ঋষিকে হারিয়েছেন ট্রাস ( ট্রাস ৮১ হাজার ৩২৬ ভোট, সুনাক ৬০ হাজার ৩৯৯ ভোট)। অথচ প্রচারণার শুরুর দিকে জরিপে এগিয়ে ছিলেন সাবেক অর্থমন্ত্রীই।
লিজ ট্রাসের কাছে পরাজিত ঋষি সুনাক দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। টুইটারে সুনাক যারা তাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
ঋষি সুনাক বলেন, আমি বলেছি কনজারভেটিভরা একপরিবার। আমরা এখন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসের প্রতি ঐক্যবদ্ধ হয়েছি। কারণ, তিনি কঠিন সময়ে দেশ পরিচালনা করছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুনাক বলেন, তিনি পার্লামেন্টের সদস্য হিসেবে থাকবেন। লিজ ট্রাসের কাছ পরাজিত হলেও তিনি তার নির্বাচনী এলাকা ইয়র্কশায়ার রিচমন্ডে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল