আতাতায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে ব্যয় ধরা হয়েছে ১২ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে। টোকিওতে আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে আবের। এতে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সরকারপ্রধানরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোজাকু বলেছেন, রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজনে নিরাপত্তা খাতে ব্যয় করা হবে ৮০০ মিলিয়ন ইয়েন, অতিথিসেবায় খরচ ধরা হয়েছে ৬০০ মিলিয়ন ইয়েন এবং অনুষ্ঠানে খরচ করা হবে ২৫০ মিলিয়ন ইয়েন।
তিনি আরও জানান, ‘১৯০ টিরও বেশি বিদেশি (দেশ ও অঞ্চল) থেকে প্রতিনিধিরা আবের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে’।
জাপানে সাবেক রাজনীতিবিদদের জন্য রাষ্ট্রীয় শেষকৃত্য আয়োজনের উদাহরণ বিরল। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘দেশে সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আবের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নানা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই তার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় করার সিদ্ধান্ত সঠিক’।
বিডি প্রতিদিন/ফারজানা