তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তার দেশের সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা এখন আগের থেকে পরিপক্ক। এখন তারা যুদ্ধ করতে আরও পারঙ্গম। সামরিক মহড়ার জন্য চীনকে ধন্যবাদ।
তাইওয়ানের পূর্ব উপকূলে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এই মন্তব্য করেন। তাইওয়ান উপকূলজুড়ে এখনো উত্তেজনা এবং হুমকি রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
গতমাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এরপর চীন নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে।
প্রেসিডেন্ট সাই বলেন, চ্যালেঞ্জের মুখে আমাদের সেনাবাহিনী শান্তভাবে জবাব দিয়েছে। কঠোরভাবে দেশের নিরাপত্তা রক্ষা করেছে। এ সময় তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর যুদ্ধে মোকাবিলার সক্ষমতা (কম্ব্যাট স্কিল) এখন আরও পরিপক্ক এবং শক্তিশালী। দেশের সশস্ত্র বাহিনী নিয়ে তিনি খুবই গর্বিত বলেও মন্তব্য করেন। সূত্র: জেরুজালেম পোস্ট
বিডিপ্রতিদিন/কবিরুল