যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়েছেন বরিস জনসন। এর আগে জনগণের উদ্দেশে ভাষণ দেন কনজারভেটিভ পার্টির এ নেতা।
গতকাল সোমবার লিজ ট্রাসকে কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিদায়ী বক্তব্যে বরিস বলেছেন, ‘এবার রাজনীতি বাদ নিয়ে জনগণের জন্য কাজ করুন। দেশের অর্থনীতিতে কঠিন সময় চলছে। দেশের মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এই পরিস্থিতি থেকে বের হওয়ার সামর্থ্য রাখি এবং আমরা তা করতে সক্ষমও হবো। লিজ ট্রাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করায় সহযোগিতা করুন। ব্রিটিশদের কল্যাণে কাজ করুন। এটাই ব্রিটিশরা চায়, তাদের সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতা তাদের করতে হবে’।
বরিস তার বিদায়ী বক্তব্য সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন। দ্রুততম সময়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবন ও টিকা প্রদান, ব্রেক্সিট বাস্তবায়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে অকাস গঠনের কথা উল্লেখ করেন বরিস জনসন। তিনি বলেন, ‘রেকর্ড ভোট পেয়ে আমি প্রধানমন্ত্রী হয়েছিলাম। আমাকে নির্বাচন করায় আপনাদের ধন্যবাদ। আমি গর্বিত যে নিজের অঙ্গীকার আমি রক্ষা করতে পেরেছি’।
আজ স্কটল্যান্ডে অবস্থানরত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করবেন বরিস জনসন। এরইমধ্যে রওনা হয়েছেন তিনি। সেখানে তিনি পদত্যাগপত্র জমা দেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
বিডি প্রতিদিন/ফারজানা