আফগানিস্তানের রুশ দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের কাছে হামলায় দুইজন দূতাবাস কর্মকর্তাসহ আটজন নিহত হন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস) এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিরীহ মানুষ হত্যার মতো যেকোনো ধরনের সন্ত্রাসী ও চরমপন্থি কার্যক্রমের নিন্দা জানিয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল করতে সকল আন্তর্জাতিক উদ্যোগে সৌদি আরব ব্যাপকভাবে সমর্থন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর হাতেগোনা যে কয়টি দেশ আফগানিস্তানে দূতাবাস বহাল রেখেছে রাশিয়া তার মধ্যে অন্যতম। রাশিয়া এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে তারা তালেবান কর্মকর্তাদের সঙ্গে গ্যাসোলিনসহ অন্যান্য পণ্য সরবরাহে আলোচনা অব্যাহত রেখেছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তালেবানের ধর্মীয় নেতাদের টার্গেট করছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল