বুরকিনা ফাসোতে মালামাল সরবরাহের একটি গাড়ি বহরে বিস্ফোরণে অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩৭ জন।
মালি ও নাইজারের কাছে সাহেল সীমান্তের গভর্নর রোডোলফ সর্গো বলেন, সোমবার সেনা প্রহরায় বুরজাঙ্গা শহর থেকে দিজিবোতে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ১০ বছর যাবত ত্রি-সীমান্ত এই অঞ্চলে তীব্র নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। ২০২১ সালের মে মাসে মালি এবং ২০২২ সালের জানুয়ারিতে বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আল কায়েদা ঘনিষ্ঠ ইসলামি স্টেট গ্রুপ এই হামলা করছে।
সর্বশেষ আক্রমণের শিকার অঞ্চলের গভর্নর জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের বহনকারী বহরের একটি গাড়িতে আইইডি আঘাত হানে। হামলায় আক্রান্তরা প্রধানত ব্যবসায়ী ও ছাত্র।
এর আগে আগস্টের শুরুতে দুইটি আইইডি বিস্ফোরণে অন্তত ১৫ জন সেনা নিহত হন।
বুরকিনা ফাসোর সামরিক নেতারা সন্ত্রাসীদের প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। এছাড়া কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ধর্মীয় নেতাদের মাধ্যমে আলোচনার তথ্যও জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল