বরিস জনসনের বিদায়, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন লিজ ট্রাস। তাই শুরু হয়েছে আলোচনা, কারা থাকছে লিজ ট্রাসের মন্ত্রিসভায়।
ফুলব্রুক কনজারভেটিভ দলের সাবেক কর্মকর্তা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রাস যখন দলের মনোনয়নের জন্য বিতর্ক ও প্রচার কাজ চালাচ্ছিলেন, সেই দলের সহপরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তাই তাকেও দেখা যেতে পারে ট্রাসের মন্ত্রিসভায় এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।
এই তালিকায় আছেন রুথ পোর্টারও। তিনি ট্রাসের সাবেক বিশেষ উপদেষ্টা। তিনি এফজিএস গ্লোবাল নামের ক্রাইসিস ম্যানেজমেন্ট ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্সের সাবেক শিক্ষার্থী। তিনিও ট্রাসের সহপ্রচার পরিচালক ছিলেন। তাই তাকেও দেখা যেতে পারে মন্ত্রিসভায়।
পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় লিজ ট্রাসের মিডিয়া–বিষয়ক বিশেষ উপদেষ্টাদের একজন ছিলেন অ্যাডাম জোনস। তাকেও ট্রাস মন্ত্রিসভায় রাখবেন বলেই মনে করছে গার্ডিয়ান।
সাইমন ম্যাকগি সাবেক সরকারি কর্মকর্তা। করেছেন সাংবাদিকতাও। তিনি বরিস জনসনের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তাকেও দেখা যেতে পারেন ট্রাসের মন্ত্রিসভায়।
ডেভিড ক্যানজিনি ক্রসবি ও ফুলব্রুকের সাবেক সহকর্মী। বরিস জনসনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তা। তাকেও রাখতে পারেন ট্রাস।
লিজ ট্রাস যখন অর্থ দপ্তর সামলাচ্ছিলেন, তখন তার সঙ্গে কাজ করেছেন জেসন স্টেইন। এখন তিনি এফজিএস গ্লোবালের সঙ্গে কাজ করছেন। ট্রাসের প্রচার দলে কাজ করেছেন। তাকে দেখা যেতে পারে ট্রাসের মন্ত্রিসভায়।
সারাহ লুডলোও ট্রাসের একজন বিশেষ উপদেষ্টা। এ ছাড়া তিনি তার প্রচার দলের মিডিয়া শাখায় কাজ করেছেন। মন্ত্রিসভায় তাকে দেখার সম্ভাবনাও প্রবল।
সোফি জার্ভিস বরিস জনসন সরে যাওয়ার পর কনভারভেটিভ দলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেকেই প্রচার শুরু করেন। লিজ ট্রসের সেই প্রচার দলের একজন সোফি জার্ভিস। জার্ভিস ট্রাসের আরেকজন বিশেষ উপদেষ্টা ছিলেন। প্রচারণার সময় দলের এমপিদের সঙ্গে যোগাযোগ বিষয়ে কাজ করছিলেন সোফি। তাকেও মন্ত্রির পদে বসাতে পারেন ট্রাস।
শেরিডান ওয়েস্টলেকেও দেখা যেতে পারে ট্রাসের মন্ত্রিসভায়। ডেভিড ক্যামেরন ও এর পর থেকে সব প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কাজ করেছেন তিনি। জেমস বোলার, তিনি যুক্তরাজ্যর আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্থায়ী সচিব। সরকারি এই চাকরিজীবীর সঙ্গে ট্রাসের সুসম্পর্ক রয়েছে। তিনি মন্ত্রিপরিষদ সচিব হতে পারেন।
বিডি প্রতিদিন/নাজমুল