রাশিয়াকে সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র (স্টেট স্পন্সর অব টেররিজম) হিসেবে অ্যাখ্যা দেওয়ার বিষয়টি প্রকাশ্যেই নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে বাইডেনকে প্রশ্ন করা হয়, ‘রাশিয়াকে কী সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা উচিত নয়?’ জবাবে বাইডেন বলেন, ‘না।’
গত মাসে রাশিয়াকে চাপে রাখতে দুই মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও লিন্ডসে গ্রাহাম বাইডেনের কাছে রাশিয়াকে সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা আহ্বান জানান। যেটি মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক ঘোষিত হয়। কোন দেশ বারবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দিলে তাকে এই তালিকায় রাখে যুক্তরাষ্ট্র।
ফলে ওই দেশ থেকে আমদানি ও ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ করা হয়। দেওয়া আরও অনেক বিধি-নিষেধ। বর্তমানে এমন রাষ্ট্রের তালিকায় আছে উত্তর কোরিয়া, ইরান, কিউবা ও সিরিয়া।
আর এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বড় অবনতি হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মস্কো। যদিও খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরই নাকি এমন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছে রুশ গণমাধ্যম আরটি।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল