মার্কিন ডলার ও ইউরোর মতো ঐতিহ্যবাহী রিজার্ভ মুদ্রাগুলি আন্তর্জাতিক বন্দোবস্তের ভিত্তি হিসাবে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন।
ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সপ্তম বার্ষিক ভ্লাদিভস্টক সম্মেলনের পুতিন বলেন, ‘পশ্চিমা দেশগুলো বিশ্বের অর্থনৈতিক পদ্ধতির ভিত্তিকে অবজ্ঞা করছে। তাই রিজার্ভ ও লেনদেনের মাধ্যম হিসেবে ডলার, ইউরো ও পাউন্ড স্টারলিং আত্মবিশ্বাস হারিয়েছে।’
পশ্চিমাদের অবজ্ঞার ফলেই রাশিয়াসহ অন্য দেশগুলো বিকল্প মুদ্রায় লেনদেনে ঝুঁকছে। তিনি উদাহরণ হিসেবে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ার বিষয়টি তুলে ধরেন পুতিন।
তিনি বলেন, ‘ধীরে ধীরে আমরা অনির্ভরযোগ্য, আপোসকৃত মুদ্রা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। এমনকি মার্কিন মিত্ররাই এখন ডলারের ব্যবহার ও রিজার্ভ কমিয়েছে, পরিসংখ্যান তেমনটাই বলছে। আমি এটাও মনে করাতে চাই গাজপ্রম (রুশ জ্বালানি কোম্পানি) ও চীন রুবল ও ইউয়ানে ৫০/৫০ লেনদেনে সম্মত হয়েছে।’
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল