ইসরায়েলি অভিযানে দখলকৃত পশ্চিমতীরে একজন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। জানা গেছে, জেনিন এবং টুবাসের মধ্যকার আল ফারাহ সেনা ক্যাম্পের একজন সৈন্যের ছোঁড়া গুলিতে ইউনিস ঘাসান তায়েহ (২১) নামের ফিলিস্তিনি প্রাণ হারায়। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উভয়পক্ষে বারবার সংঘর্ষ হচ্ছে।
উল্লেখ্য, গেল মার্চে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ১৯ জনের প্রাণহানির পর তেলআবিব পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করা হয়। ফিলিস্তিন শাসিত শহরগুলোতে ইসরায়েলি অভিযানে প্রায়ই সংঘর্ষ বাঁধে। -বাসস।
বিডি-প্রতিদিন/শফিক