ইউক্রেনের শিশুদের জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের মানবাধিকার বিষয়ক সহকারী ইলজে ব্রান্ডস খেরিস বলেন, ‘অধিকৃত অঞ্চল থেকে অভিভাবকহীন শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়া কতৃপক্ষের দত্তক নীতি সহজ করে এসব শিশুদের পিতামাতা ছাড়াই নাগরিকত্ব দেওয়া এবং রাশিয়া যেকোন পরিবার এদের সহজেই দত্তক নিতে পারবে এমন সিদ্ধান্তের ব্যাপারে উদ্বিগ্ন।’
এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে নারী ও মেয়েদের যৌন হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
ইউক্রেনের পক্ষ থেকে বারবার এমন অভিযোগ করা হলেও রাশিয়া বিষয়টি বরাবরই অস্বীকার করেছে। মস্কোর দাবি, তারা বেসামরিক নাগরিকদের তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে না।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল