ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে একটি পাহাড়ের বড় অংশ ধসে পড়েছে। এতে আদি কৈলাশ মানসরোবরে তীর্থযাত্রীদের ব্যবহৃত একটি মূল পথ বন্ধ হয়ে যায়।
শুক্রবারের এই পাহাড় ধসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নাজাং তাম্বা গ্রামের কাছে ভূমিধসের পরে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এতে তাওয়াঘাটের কাছে স্থানীয়দের সঙ্গে অন্তত ৪০ জন তীর্থযাত্রী আটকা পড়েন। আদি কৈলাশ হিন্দু ভক্তদের একটি জনপ্রিয় তীর্থস্থান।
২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
পাহাড়ে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক এবং ১০০টিরও বেশি গ্রামীণ মোটর সড়ক বন্ধ হয়ে যায়।
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ