ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার ফল ভয়াবহ হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গণভোটে ইউক্রেনের কোনো অংশে মস্কোর সাথে যোগ দিলে তাদের পরিপূর্ণ সুরক্ষা দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন ঘোষণার পর এই হুঁশিয়ারি আসলো।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান গতকাল রবিবার জানান, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার যথোপোযুক্ত জবাব দেবে। যার জন্য মস্কোর পরিণাম হবে ভয়াবহ।
সুলিভান বলেন, ‘যদি রাশিয়া সীমা অতিক্রম করে তবে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে তার জবাব দেবে।’
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তামাশা নয় প্রয়োজনে তিনি ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল