৩ অক্টোবর, ২০২২ ১৬:০৭

ক্রিমিয়ার রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, যুদ্ধবিমানে আগুন: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ার রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, যুদ্ধবিমানে আগুন: রিপোর্ট

সেভাস্তপোলের বেলবেক বিমানঘাঁটিতে রাখা একটি রুশ বিমান

ক্রিমিয়ার বেলবেক বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রানওয়েতে অবতরণের সময় একটি যুদ্ধবিমানে আগুন লাগে। ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণে শনিবার এই ঘটনা ঘটে।

সেভাস্তপোলে রুশ নিয়োগকৃত গভর্নর মিখাইল রেজভোজায়েভ বলেন, সেভাস্তপোলের বিমানঘাঁটিতে থাকা আংশিক গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। সেখানে রানওয়েতে থাকা একটি বিমানে আগুন লাগে।

টেলিগ্রাম চ্যানেলে গভর্নর লেখেন, অবতরণের সময় বিমানটি সাজোরে ছিটকে পড়ে। সেখানে থাকা গোলাবারুদের অংশ বিশেষে বিস্ফোরণ ঘটে। তবে পাইলট নিরাপদে সরে যেতে সক্ষম হন। আগুন দ্রুত  নিভিয়ে ফেলা হয় জানিয়ে তিনি বলেন, এতে বিমানঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে গাঢ় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।  ঘটনার জন্য স্থানীয় গেরিলা কিংবা ইউক্রেনীয় বাহিনী দায় স্বীকার করেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর