শিরোনাম
৬ অক্টোবর, ২০২২ ২১:৩৮

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যুদ্ধের প্রকৃত তথ্য জানতে চাইলেন রুশ আইনপ্রণেতা

অনলাইন ডেস্ক

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যুদ্ধের প্রকৃত তথ্য জানতে চাইলেন রুশ আইনপ্রণেতা

রাশিয়ার ভলগোগ্রাদে বিজয় দিবসের কর্মসূচিতে কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলোভ

রাশিয়ার সংসদের (দুমা) প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কারতাপোলোভ রুশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইউক্রেন যুদ্ধের প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘জ্যেষ্ঠ ব্যক্তিদের মিথ্যা বলা বন্ধ করতে হবে।’

ভ্লাদিমির সলোভিউভ নামে একজন সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলোভ বলেন, প্রথম কথা হলো, আমাদের মিথ্যা বলা থামাতে হবে। আমরা এই বিষয়টি পূর্বেও বলেছি। কিন্তু জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আমরা সত্য তথ্য পাচ্ছি না।

এই সাক্ষাৎকারটি সাংবাদিক ভ্লাদিমির সলোভিউভ তার নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন। সেখানে কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলোভকে বলতে শোনা যায়, আমাদের রাশিয়ার শহর ভালুইকি প্রতিনিয়ত গুলির মুখে পড়ছে। সব ধরনের জনগণের কাছ থেকে আমরা এই তথ্য পাচ্ছি। গভর্নর, টেলিগ্রাম এবং যুদ্ধের খবর সংগ্রহকারীদের কাছ থেকে জেনেছি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউই কিছু বলছে না।

উল্লেখ্য, রাশিয়ার ভালুইকি শহরটি পশ্চিম রাশিয়ার বেলগ্রোড অঞ্চলে ইউক্রেন সীমান্তের সঙ্গে অবস্থিত।

আন্দ্রেই কারতাপোলোভ আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাত্যহিক রিপোর্ট পরিবর্তন হয় না। তারা বলে, ৩০০ রকেট ধ্বংস করেছে, নাৎসিদের হত্যা করেছে। কিন্তু আমাদের জনগণ বোকা না, তারা সবই জানে।  কর্তৃপক্ষ সত্য প্রকাশ করছে না মন্তব্য করে তিনি বলেন, এতে গ্রহণযোগ্যতা নষ্ট হবে। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর