৬ অক্টোবর, ২০২২ ২২:২২

ইইউর নিরাপত্তাবেষ্টনীর জন্য হলেও ইউক্রেনকে বিজয়ী হওয়া প্রয়োজন: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইইউর নিরাপত্তাবেষ্টনীর জন্য হলেও ইউক্রেনকে বিজয়ী হওয়া প্রয়োজন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তাবেষ্টনীর জন্য হলেও ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

গার্ডিয়ানের খবর অনুসারে, ইউরোপীয় দেশগুলোর প্রধানদের জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া যাতে পোলান্ডের ওয়ারশ কিংবা চেকপ্রজাতন্ত্রের প্রাগের দিকে অগ্রসর না হতে পারে, তার জন্য হলেও ইউক্রেনের বিজয়ী হওয়া প্রয়োজন।’

এদিকে  ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করায় রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এই নিষেধাজ্ঞার মধ্যে আমদানি-রপ্তানি নিষিদ্ধ এবং রুশ ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর