যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাস স্ট্রিপে এলোপাতাড়ি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন এর।
জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ছুরি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। এ ঘটনার দুইজন নিহত হয়েছে, এছাড়া আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/শফিক