১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেপালের জাতীয় দলের সাবেক অধিনায়ক সন্দীপ লামিছানেকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। গতকাল বৃহস্পতিবার দেশে ফিরতেই তাকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
অবশ্য গতকাল নিজের দেশে ফেরার খবরটা নিজেই ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি জানিয়েছিলেন লামিছানে। তিনি কখন, কোন ফ্লাইটে করে দেশে ফিরছেন সবটাই জানান। সঙ্গে তিনি এটাও জানান, তিনি নির্দোষ। ‘ষড়যন্ত্রমূলক’ এই মামলায় আদালতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, ধর্ষণের অভিযোগে প্রায় এক মাস আগে লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। এই পরোয়ানা জারির পরেই তাকে দল থেকে ছেঁটে ফেলে নেপাল ক্রিকেট। ২২ বছর বয়সি সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি গেল আগস্টে ১৭ বছর বয়সি এক কিশোরীকে হোটেলের ঘরে নিয়ে ধর্ষণ করেন। সন্দীপের বিরুদ্ধে যখন অভিযোগ তোলা হয় তখন তিনি সিপিএল খেলছিলেন।
গত ৫ সেপ্টেম্বর লামিছানের বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। তখন অবশ্য সিপিএল খেলতে তিনি অবস্থান করছিলেন ওয়েস্ট ইন্ডিজে। অভিযোগের পর অতি শিগগির কাঠমান্ডু পুলিশের কাছে রিপোর্ট করার আদেশও দেওয়া হয় তাকে।
উল্লেখ্য, ২২ বছর বয়সী এই ক্রিকেটার নেপালের ইতিহাসের সবচেয়ে হাই-প্রোফাইল খেলোয়াড়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ, আইপিএল থেকে শুরু করে বিগব্যাশ, লংকান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তাকে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক