স্নায়ুযুদ্ধের পর বিশ্ব প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন আরও বলেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্থানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি।
তবে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়ার অঙ্গভঙ্গিতে পরিবর্তন দেখছে না যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জ্যঁ পিয়েরে এক বিবৃতিতে বলেন, রাশিয়ার মেজাজে পরিবর্তনের ইঙ্গিত না থাকায়, যুক্তরাষ্ট্রের মেজাজেও কোনো পরিবর্তন নেই।
রাশিয়ার হুমকিকে যুক্তরাষ্ট্র গুরুত্বসহকারে নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন, রাশিয়ার পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির লক্ষণ এখন পর্যন্ত সেভাবে নেই। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল