যুক্তরাষ্ট্র ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে খবরে বলা হয়েছে, ২০২৪ ডিভি লটারির আওতায় ৫০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রিন কার্ড দেয়া হবে।
তবে বিগত বছরগুলোর মতো এবারও বাংলাদেশসহ ব্রাজিল, কানাডা, চীন, কলোম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া), ভেনেজুয়েলা ও ভিয়েতনামের নাগরিকরা আবেদন করতে পারবে না। ২০১৩ সাল থেকে বাংলাদেশিদের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।
যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, মূলত সেসব দেশকে ডিভি লটারির সুযোগ দেওয়া হয়। ১৯৯০ সাল থেকে এই কর্মসূচি শুরু হয়। লটারিতে উত্তীর্ণ হতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল