ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুনে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাশিকের ঔরঙ্গাবাদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই জানায়, ইয়াভাতমাল থেকে মুম্বাইগামী একটি বিলাসবহুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নাশিক থেকে পুণেগামী একটি ট্রাকের।
পুলিশ জানায়, সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে সংঘর্ষের পর বাসটি প্রায় ৫০ ফুট খাদে পড়ে যায়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসে আটকে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। এভাবে অনেকেই গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এএনআইকে মহারাষ্ট্রের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, নাসিক থেকে পুণে যাচ্ছিল একটি ট্রাক। তখনই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহতদের নাসিকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।
এদিকে নাসিক পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
বিডি প্রতিদিন/এমআই