সম্প্রতি পূর্বাঞ্চলীয় এলাকাগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে রুশ বাহিনীর কবল থেকে বেশ কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। এর মধ্যে লিমান শহর অন্যতম।
এবার দখলমুক্ত লিমানে দুটি গণকবর এলাকার সন্ধান পাওয়ার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এর আগে বুচা, মারিউপোল ও ইজিয়ামে গণকবর পাওয়ার কথা জানিয়েছিল।
এদিকে, লিমানের দুটি গণকবর এলাকার একটিতে আলাদা করে প্রায় ২০০টি কবর আছে। এসব কবরে যাদের সমাহিত করা হয়েছে, তারা সবাই বেসামরিক নাগরিক।
ডোনেটস্ক অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর পাভলো কিরিলেনকো এ দাবি করেছেন।
তবে দ্বিতীয় গণকবর এলাকায় ঠিক কতজনের মরদেহ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনাসদস্যদেরও দেহাবশেষ আছে। কী কারণে এবং কখন তাদের মৃত্যু হয়েছে, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। সূত্র: বিবিসি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম