২৮ নভেম্বর, ২০২২ ১৫:১২

পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে সিআইএ পরিচালকের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে সিআইএ পরিচালকের সাক্ষাৎ

রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড

আলোচনার মাধ্যমে পারমাণবিক ঝুঁকি কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এর অংশ হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস রাশিয়ার গোয়েন্দা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সিএনএনের খবরে বলা হয়েছে, সিআইএ পরিচালক বিল বার্নস রাশিয়ার গোয়েন্দা পরিচালক সের্গেই নারিস্কিনের সঙ্গে চলতি মাসের শুরুতে তুরস্কে সাক্ষাৎ করেন।

মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড বলেন, ‘রাশিয়ার সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ করে পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের চ্যানেল রয়েছে। এ লক্ষ্যে সিআইএর পরিচালক বার্নস তুরস্কে রাশিয়ার গোয়েন্দাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে। তবে সিআইএ প্রধান রাশিয়ার সঙ্গে কোনো বিষয়ে সমঝোতা কিংবা ইউক্রেনে রাশিয়ার সংঘাত নিয়ে কোনো সমঝোতা করেননি।

যুক্তরাষ্ট্রের প্রশাসন অতীতে বিল বার্নসকে রাশিয়ার সঙ্গে একাধিবার আলোচনার জন্য পাঠিয়েছে। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর