শিরোনাম
৫ জানুয়ারি, ২০২৩ ১৫:১৮

এবার ভারতের বাসে ঘটল যে রোমহর্ষক কাণ্ড

অনলাইন ডেস্ক

এবার ভারতের বাসে ঘটল যে রোমহর্ষক কাণ্ড

ভারতের রাজধানী দিল্লিতে বাসের ভেতর ঘটেছে আরও একটি রোমহর্ষক কাণ্ড। বাসে একটি মেয়ের সামনে বসেই হস্তমৈথুন করার ঘটনা ঘটেছে দিল্লির রোহিনি এলাকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা যায়।

তবে এখনও ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেনি পুলিশ। এমনকি থানায় কোনো মামলাও হয়নি।

ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি ঘটেছে দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের বাসে। মঙ্গলবারের ওই ঘটনার শিকার মেয়েটি উদ্বেগ জানাতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলা হয়। তারপর ভিডিওতে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। 

অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। তবে কোনো অভিযোগ না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি বলেই দাবি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার।

তথ্য পেয়ে বুধবার পুলিশ একটি তদন্ত শুরু করে। ঘটনার শিকার মেয়েটির সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাবন্দি দেওয়া বা অভিযোগ দায়ের করতে রাজি হননি বলে দাবি পুলিশের।

তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর