ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। এরইমধ্যে তার মার্কিন ভিসা বাতিলের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এ জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
গতকাল বৃহস্পতিবার বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা এই আহ্বান জানিয়ে বলেছেন, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া উচিত নয়।
এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত বলসোনারোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪১ জন সদস্য বাইডেনকে একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, যখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গণতান্ত্রিক রীতিনীতি নষ্ট করেন, ভুল তথ্য ছড়ান, সহিংস চরমপন্থা উসকে দেন, তখন তার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা তারা জানেন।
মার্কিন আইনপ্রণেতারা বলেন, দায়িত্বে থাকাকালে কোনো অপরাধ করলে তার বিচার থেকে বাঁচতে বলসোনারো বা অন্য কোনো সাবেক ব্রাজিলীয় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে অবশ্যই আশ্রয় দেওয়া উচিত নয়।
যুক্তরাষ্ট্রে বলসোনারোর এখনকার সফর বৈধ কি না, তা মূল্যায়ন করে দেখার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
যুক্তি হিসেবে মার্কিন আইনপ্রণেতারা বলেন, বলসোনারো সরকারি ব্যক্তির জন্য প্রযোজ্য ভিসায় যুক্তরাষ্ট্র সফরে আসেন। কিন্তু তিনি এখন আর ব্রাজিলের প্রেসিডেন্ট নেই। ফলে আগের ভিসায় এখন যুক্তরাষ্ট্রে তার অবস্থান বৈধ কি না, তা খতিয়ে দেখা দরকার।
১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নির্বাচনে জয়ী দেশটির বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নির্বাচনে হেরে অনিয়মের ভিত্তিহীন অভিযোগ করেন বলসোনারো। তিনি দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে প্রথা ভাঙেন।
কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক গত রোববার দাঙ্গায় লিপ্ত হন। তারা দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালান। এ ঘটনায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র : রয়টার্স
বিডি-প্রতিদিন/বাজিত