যোগ্য কর্মী খুঁজে পেতে চাকরির বিজ্ঞাপনে নতুনত্ব আনতে চায় অনেক প্রতিষ্ঠান। তাই তারা অবলম্বন করে প্রাসঙ্গিক নানা কৌশল। আর সেই কৌশল অনেকের নজর কাড়ে।
এবার তেমনই একটি সাদামাট অথচ বুদ্ধিদীপ্ত চাকরির বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে অনলাইন দুনিয়ায়। আর বিজ্ঞাপনটি দিয়েছে ভারতের গুজরাট রাজ্যের ভক্তাশ্রম বিদ্যালয়। গণিত শিক্ষক চেয়ে দেওয়া বিজ্ঞাপনে তারা নিজেদের ফোন নাম্বারটি দিয়েছে গাণিতিক সমীকরণে।
তাদের সাথে ফোনে যোগাযোগ করতে গেলে প্রার্থীকেই আগেই মেলাতে হবে সমীকরণটি। সেখানেই হয়তো হয়ে যাবে প্রাথমিক বাছাই প্রক্রিয়াটি।
বিজ্ঞাপনটি ভারতীয় ধনকুবের হর্ষ গোয়েঙ্কারও নজরে এসেছে। তিনি বিজ্ঞাপনটি টুইট করার পর রীতিমতো ঝড় উঠেছে।
কেউ আবার সেই টুইটের নিচেই অনেকেই সমীকরণটি মিলিয়ে বের করা ফোন নম্বরটি পোস্ট করেছে। সেখানে একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেছেন, সমীকরণে দেওয়া ফোন নম্বরটি হল ৯৪২৮১৬৩৮১১।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল