তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে অন্যতম গাজিআন্তেপ। শহরটিতে নেই পানি, নেই বিদ্যুৎ, সাথে আছে শারীরিক ও মানসিক ট্রমা।
এই অবস্থায় ওই এলাকার অনেকেরই রাত কেটেছে নির্ঘুম। অনেকেরই রাত কেটেছে খোলা আকাশের নীচে। শীতল তাপমাত্রার কোনো মতে আগুন জ্বালিয়ে হয়েছে শীত নিবারণ।
যারা বেঁচে আছে তাদের অনেকেরই চোখ ছিল ফোনের পর্দায় যদি নিখোঁজ প্রিয় মানুষের কোনো খোঁজ পাওয়া যায়।
ভূমিকম্পের একদিনের বেশি পেরিয়ে গেলেও স্থানীয় মানুষরা এখনো আতঙ্কে ভুগছেন। যাদের বাড়িঘর ভালো আছে, তারাও পরবর্তী ভূমিকম্পের শঙ্কায় আর সেখানে ফিরতে চাচ্ছেন না। গাড়িতেই রাত কাটাচ্ছেন। অনেকে আবার ভূমিকম্প কবলিত ওই এলাকাই ছাড়ার পরিকল্পনা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল